Hadith 4597
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {إِلاَّ الْمُسْتَضْعَفِينَ} قَالَ كَانَتْ أُمِّي مِمَّنْ عَذَرَ اللَّهُ.
Narrated Ibn `Abbas:
'"Except the weak ones" (4.98) and added: My mother was one of those whom Allah excused.
ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ إِلاَّ الْمُسْتَضْعَفِينَ সম্পর্কে তিনি বলেছেন যে, আল্লাহ তা‘আলা যাদের অক্ষমতা কবূল করেছেন আমার মাতা তাঁদের অন্তর্ভুক্ত ছিলেন। [১৩৫৭] (আ.প্র. ৪২৩৬, ই.ফা. ৪২৩৯)
Reference : Sahih al-Bukhari 4597
In-book reference : Book 65, Hadith 119
USC-MSA web (English) reference : Vol. 6, Book 60, Hadith 121